BrahMos Misfired: ভুলবশত পাকিস্তানে ব্রাহ্মোস মিসাইল ছোঁড়ার ঘটনায় ২৪ কোটি টাকা ক্ষতি ভারতের! কোর্টে জানাল কেন্দ্র 您所在的位置:网站首页 misfired BrahMos Misfired: ভুলবশত পাকিস্তানে ব্রাহ্মোস মিসাইল ছোঁড়ার ঘটনায় ২৪ কোটি টাকা ক্ষতি ভারতের! কোর্টে জানাল কেন্দ্র

BrahMos Misfired: ভুলবশত পাকিস্তানে ব্রাহ্মোস মিসাইল ছোঁড়ার ঘটনায় ২৪ কোটি টাকা ক্ষতি ভারতের! কোর্টে জানাল কেন্দ্র

2023-05-31 06:04| 来源: 网络整理| 查看: 265

গত বছরের মার্চ মাসে আচমকাই ভুলবশত পাকিস্তানের দিকে ফায়ারিং হয়ে যায় ভারতের শক্তিশালী মিসাইল ব্রাহ্মোসের। ঘটনার পরই পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কেও বেশ খানিকটা প্রভাব পড়ে। এদিকে, এই ভুলবশত মিসাইল ছোঁড়ার ফলে ভারতের ২৪ কোটি টাকা আর্থিক ক্ষতি হয়ে গিয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। 

গত বছর মার্চ মাসে সেই ঘটনার জেরে ভারতীয় নৌসেনার ৩ অফিসারকে কর্তব্যে গাফিলতির জন্য বরখাস্ত করা হয়। এই তিন নৌসেনা অফিসারের মধ্যে রয়েছেন একজন উইং কমান্ডার। এদিকে, উইং কমান্ডার অভিনব শর্মা, তাঁর চাকরি থেকে এই  বরখাস্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন। মামলা যায় দিল্লি হাইকোর্টে। এদিকে, দিল্লি হাইকোর্টকে কেন্দ্র জানায় ওই সেনা অফিসারদের বরখাস্ত করা নিয়ে ‘কোর্ট মার্শাল’ অপ্রয়োজনীয় ছিল। এছাড়াও কোর্টকে কেন্দ্র জানিয়েছে, এই ভুলবশত ব্রাহ্মোস পাকিস্তানে ছোঁড়ার ঘটনায় দুই দেশের সম্পর্কে ধরে ফাটল। ভারতের ২৪ কোটি টাকা নষ্ট হয়েছে। এছাড়াও জাতীয় নিরাপত্তার নিরিখে বিষয়টি অতি সংবেদনশীল বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, ২৩ বছর পর কোনও বায়ুসেনা অফিসারকে কর্তব্যে গাফিলতির জন্য বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। একথাও কোর্টকে জানানো হয়েছে। কেন্দ্র এই বরখাস্তের মতো কড়া সিদ্ধান্ত কেন নিয়েছে, তা জানতে চেয়েছিল কোর্ট। সেই প্রশ্নের উত্তরেই আসে এই বার্তা।

( দিল্লির কিশোরীর হত্যাকাণ্ডের ঠিক আগে কী করছিল ধৃত সাহিল? CCTVতে কী ধরা পড়ল?)

প্রসঙ্গত, গত বছরের মার্চ মাসের ৯ তারিখে ভুলবশত বিস্ফোরকবিহীন ব্রাহ্মোস মিসাইলটি পাকিস্তানের দিকে চলে যায় ভারতের মাটি থেকে। পাকিস্তানের মিয়া চান্নু এলাকায় গিয়ে তা আছড়ে পড়ে। সেখানে জনমানসে বড় ক্ষতি না হলেও, সেখানে বাড়িঘরের ক্ষতি হয়। পাকিস্তান গর্জে ওঠে। তারপরই ভুলের কথা স্বীকার করে নয়া দিল্লি। ভারত জানিয়েছিল,' ভুলবশত ঘটা ওই ঘটনায় ভারত সরকার উদ্বিগ্ন। এর কারণ জানতে দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে স্বস্তির বিষয়ে এটাই যে ঘটনায় কেউ আহত হননি।' 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

 

গুগল নিউজে আমাদের পড়ুন


【本文地址】

公司简介

联系我们

今日新闻

    推荐新闻

    专题文章
      CopyRight 2018-2019 实验室设备网 版权所有